মোরেলগঞ্জ বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদকের মৃত্যু

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কাঠালতলা গ্রামের নিবাসি মো. দেলোয়ার হোসেন (৭০) গত শুক্রবার রাত নয়টায় খুলনা একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)।
তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তিনি দির্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার জোহর নামাজ বাদ কাঠলতলা গিয়াশিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাধারণ সম্পাদকের মৃত্যুতে শনিবার দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাজারের সকল দোকান বন্ধ রাখাহয়। দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি তারা সমবেদনা প্রকাশ করেন।