মোরেলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়-আসছি আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। তিনি বলেন, সমাজের অসহায়, প্রতিবন্ধী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে একটি সমতাভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিা কর্মকর্তা সেফাইনুর আরেফিন এবং উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম। তারা সমাজকল্যাণমূলক কার্যক্রমে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস সমাজসেবা অধিদপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং সমাজ উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, সারাদেশের ন্যায় স্থানীয়ভাবেও জাতীয় সমাজসেবা দিবস উদযাপনের মাধ্যমে সমাজকল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।