মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্য বিষয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলে সোমবার (১৩ অক্টোবর) সকালে ১০ টায় খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং বিষয়ভিত্তিক উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি’র দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ।
পশরবুনিয়া সাইকোন সেল্টারে অলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতা ও প্রস্তুতি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের য়তি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সমন্বিতভাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ একসাথে কাজ করলে দুর্যোগ মোকাবিলা সহজ হয়।
দিবসটি উদযাপনে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক, শিার্থী, সিসিডিবি’র সেচ্ছাসেবক কর্মী ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।