মোরেলগঞ্জে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বিনামূল্যে  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার আলতীবুরুজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতিবুরুজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে। অনুষ্ঠানের  শুরুতে শিার্থীদের টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, সারাদেশের ন্যায় সরকারিভাবে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ১৮ দিন ব্যাপী  টাইফয়েড  ভ্যাক্সিন কার্যক্রম চলমান থাকার অংশ হিসেবে এ উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত ৮৪ হাজার কমিউনিটি শিশু কিশোর ও প্রাক প্রাথমিক থেকে ৯ম শ্রেণির শিার্থীরা পাচ্ছেন এ টিকা। স্কুল পর্যায়ে ৫৬ হাজার ২৬২ জন শিার্থী রেজিস্ট্রেশনের’র মাধ্যমে এবং জন্মনিবন্ধন ব্যতিরেকে।
কমিউনিটি কিনিকএ ২৭  হাজার ৮শ’ ১৯ জন শিশু কিশোর এ টিকার আওতায় থাকছে। স্কুল ও কমিউনিটি কিনিক পর্যায়ে ৭৫৩ টি কেন্দ্রে একযোগে ৯৭ জন টিকা কর্মী ১৪৫ জন স্বেচ্ছাসেবক ৪৮ জন সুপার ভাইজার, এ কার্যক্রম  সফল করতে উপজেলার মাঠ পর্যায়ে কাজ করছেন। টিকাদান অনুষ্ঠানে উদ্বোধন করেন বাগেরহাট জেলার সিভিল সার্জন ডা. আ স  ম মাহবুবুল আলম।
এছাড়াও আলতিবুরুজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিার্থীদের টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রিশাদ আজিম, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক গোবিন্দ চন্দ্র দাস, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) বাবু দিপক কুমার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রিয়াদ হোসেন সোহাগসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।