মোরেলগঞ্জে দোলা পরিবহন ও মটরসাইকেলের মুখমুখি সংঘর্ষে ‍শিক্ষক নিহত

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পিংগড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদুর রহমান(৩২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন বুধবার (৮ অক্টোবর) সকাল ৮ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আসাদুর রহমান সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার জানান, আসাদুর রহমান সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে দুর্ঘটনার শিকার হন। এসময় মোরেলগঞ্জ থেকে ঢাকা গামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম আহম্মেদ খান জানান, দুর্ঘটনার পর ঘাতক পরিবহনটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে বলে জানান এ কর্মকর্তা।

দুর্ঘটনার পর কিছু সময় স্কুলের শিক্ষার্থীরা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করলে যাবাহন চলাচল করা শুরু করে।স্থানীয়রা জানান, সড়কটিতে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।