বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে জেলা জুড়ে চলছে সর্বাত্মক হরতাল

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের সংসদীয় চারটি আসন বহাল রাখার দাবিতে সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে। আজকের ডাকা এ হরতাল বাগেরহাট জেলা সদরসহ ৯টি‌ উপজেলার সর্বাত্মক পালন করছে সর্বদলীয় সম্মিলিতকমিটি। এর আগে গত কাল রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই হরতাল কর্মসূচির ঘোষনা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটি।

সোমবার সকাল থেকেই মোংলা-খুলনা, মোংলা-ঢাকা, বাগেরহাট-ঢাকা, খুলনা-বাগেরহাট-বরিশাল, সাইনবোর্ড-শরণখোলা মহসড়কসহ জেলার সব উপজেলা সড়কগুলোতেও দূরপাল্লাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি জেলার ছোট বড় নদীর খেয়া ও সড়ক বিভাগের ফেরিও চলাচলও বন্ধ রয়েছে। এর ফলে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলা এখন পর্যন্ত সারাদেশ থেকে বিচ্ছিন্ন।

কর্মসূচি চলাকালে নেতারা বলেন, স্বাধীনতার পর থেকেই বাগেরহাটে চারটি সংসদীয় আসন রয়েছে। বর্তমান সিইসি আওয়ামী লীগ ও ভারতে প্রেসক্রিপশন সংসদ নির্বাচন বানচাল করতে কাজ করছে। ভারতের সিদ্ধান্তেই বাগেরহাটের আসন কমিয়ে তিনটি আসন করেছেন, যেটা বাগেরহাট জেলাবাসী কিছুতেই মেনে নেবে না। বাগেরহাটকে উন্নয়ন বঞ্চিত করতে পরিকল্পিকভাবে একটি কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি। চারটি আসন বহল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটের নেতাকর্মীরা। পরে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।