মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নিশানবাড়ীয়া ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা র্ডপ ইভল্ভ প্রকল্পের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান। সভাপতিত্ব করেন সিএসও সমন্বয়ক ফজলুল হক খোকন। সভার প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইভল্ভ প্রকল্পের ফিল্ড ফেসিলেটেটর চুমকি রায়। ইলল্ভ প্রকল্পের কর্মকান্ড নিয়ে ¯øাইড উপস্থাপন করেন শিউলি আক্তার, বক্তব্য রাখেন ইউপি সচিব মো. সালাউদ্দিন আহম্মেদ, সমাজ সেবক আব্দূর মান্নান হাওলাদার, সিএসও প্রতিনিধি হোসনে আরা হাসি, শৈব্য ডাকুয়া , সঞ্চালনা করেন সুফিয়া বেগম।
সভায় বক্তারা বলেন, প্লাষ্টি ও পলিথিন বর্জন করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। পলিথিনের পরিবর্তে পাটের তৈরী ব্যাগ ব্যবহারের উদ্বুদ্ধ করতে হবে। সভায় বক্তরা প্রধান অতিথির কাছে পাটের তৈরী ব্যাগ বিনামূল্যে সরবরাহের দাবী জানান। প্রধান অতিথি বলেন, সরকারী ভাবে যাতে বিনা মূওল্য ব্যাগ সরবরাহ করা যায় তিনি এমন একটি প্রস্তাবনা মন্ত্রনালয় পাঠাবেন। যাতে বিনামূল্যে ব্যাগ সরবরাহ করা যায়। সিএসওদের পক্ষথেকে প্রধান অতিথিকে এটি সুপারিশপত্র প্রদান করা হয়। মতবিনিময় সভা শেষে দূষণমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে পলিথিন ও প্লাষ্টিক বর্জন পাটের ব্যাগ সরবরাহ এবং সামাজিক বনায়ন ষিয়ক এক মানববন্ধন করা হয়েছে।