মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জের ফুলহাতায় বালুবাহী জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে চাপা পড়ে নির্মল চন্দ্র মন্ডল (৬০) নাম এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজারে।
প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় একটি বালুবাহী জাহাজ ওই ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর সজোরে ধাক্কা দেয়। এতে ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে। এসময় ব্রিজের নিচে অবস্থানরত একটি ইঞ্জিনচালিত ট্রলার চাপা পড়ে। ওই ট্রলারে থাকা সবজি বিক্রেতা নির্মল মন্ডলের ওপর ব্রিজের অংশ ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নির্মল চন্দ্র মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদিয়া গ্রামের মৃত অতুল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফুলহাতা বাজারসহ বিভিন্ন হাটে হাটে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। ঘটনার দিনও ওই বাজারে সবজি বিক্রি শেষে রাতে বাড়ি ফেরার জন্য ট্রলারটিতে অপো করছিলেন।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মতলবুর রহমান জানান, ঘটনার রাতেই স্থানীয় লোকজনের সহায়তায় ট্রলার ভেঙে নিহত নির্মল মন্ডলের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয় এবং তার পরিবারকে খবর দেয়া হয়। শনিবার তার পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।