জিলবুনিয়া পীর সাহেবের জানাজা সম্পন্ন

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাট মোরেলগঞ্জের জিলবুনিয়া দরবার শরীফ ও হাবিবুল্লাহ আবাদ ইসলামিয়া সিদ্দিকিয়া নেছারিয়া ছালেহিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহসূূফী মুহাম্মাদ আব্দুর রহমান খাঁন (৯৭) তিনি গত ২৮ ডিসেম্বর পবিত্র মক্কায় ওমরাহ্ পালন শেষে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তিনি ছয় ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার আলহাজ্ব হযরত মাওলানা শাহসূূফী মুহাম্মাদ আব্দুর রহমান খানের নামাজের জানাজা জিলবুনিয়া মরহুমের নিজ বাড়ীতে প্রতিষ্ঠিত দরবার শরীফে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় হাজার ধর্মপ্রান মুসুল্লি উপস্থিত ছিলেন।