মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় মোরেলগঞ্জ পৌর পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী বাবু সোমনাথ দে, কেন্দ্রীয় তাঁতী দলেন সিনিয়র যুগ্ন আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান ও মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





