মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে রেলি আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার সকাল বেলা ১১ টায় মোরেলগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে ও দুপ্রক মোরেলগঞ্জ শাখা সহসভাপতি মো. ফারুকুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন উপজলা মহিলা বিষয়ক অফিসার শ্রী রমেন্দ্রনাথ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন খান, সাধারণ সম্পাদক সাংবাদিক বিএম. রফিকুল ইসলাম মাসুম।
আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসা. মরিয়ম আক্তার মনি, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রাজিয়া খানম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলা নতুন উদ্যমে জীবন শুরুকারী নুরুন্নাহার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোসা. ফারজানা আক্তার নামে ৪ অদম্য নারীকে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।





