মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরীতে সহায়তার লক্ষে ভার্মি কম্পোষ্ট উৎপাদন ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।।
বৃহস্পতিবার বেলা ১১ টায় পশরবুনিয়া সিসিআরসি অফিসে পশরবুনিয়া ও সন্ন্যাসী গ্রামের উপকারভোগী ২২ জন কৃষককে সিসিডিবি-পিসিআরসিবি ফেইজ-২ প্রকল্পের সহযোগিতায় এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানি এর আর্থিক সহায়তায় এ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ও উদ্ভিদ সংরক্ষক ডলটন বিশ্বাস, সিসিডিবি’র উপজেলা সম্বয়কারী সুব্রত মিস্ত্রী, মাঠ সহায়ক দিপু হালদার, আবুল কালাম আজাদ, কঙ্কন বৈরাগী ও শ্নিগ্ধা পাল প্রমূখ।
প্রশিক্ষণ শেষে প্রতি কৃষককে পোকা মারার জন্য ৩ টি ফেরমন ফাদ, ২ টি হলুদ কার্ড, দেয়া হয়েছে। এ সময় সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী বলে স্থানীয় কৃষকেরা শীত কালীন সবজি উৎপাদনে পোকা মাকড় মারার উপাদান পেয়ে উৎসাহিত হয়েছে।





