মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় পশরবুনিয়া ও সন্ন্যাসী সিসিআরসি’র যৌথ উদ্যোগে সিসিডিবি-পিসিআরসিবি ফেইজ-২ প্রকল্পের সহযোগিতায় এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানি এর আর্থিক সহায়তায় ৪০ জন উপকারভোগেীর মাঝে এ বীজ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বিতরণ অনুষ্ঠানে সিসিডিবি’র উপজেলা সম্বয়কারী সুব্রত মিস্ত্রী বলেন, “বছরব্যাপী সবজি চাষ অভ্যাহত রাখার মাধ্যমে উপকারভোগীরা পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন”। তিনি আরো বলেন যে, খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া ও সন্ন্যাসী গ্রাম অত্যন্ত জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় কৃষকদের আধুনিক ও উপযোগী কৃষি প্রযুক্তি ব্যবহার করে টেকসইভাবে কৃষি কার্যক্রম চালিয়ে যেতে হবে।
বীজ বিতরনের মাধ্যমে স্থানীয় কৃষকদের শীত কালীন সবজি উৎপাদনে উৎসাহিত করা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সক্ষমতা বৃদ্ধি করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ।





