মোরেলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বর্ণঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হাত ধোয়া ও সচেতনা মূলক বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো. মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, মৎস্য অফিসার রজজিৎ কুমার, যুব উন্নয়ন অফিসার এ কে এম ইখতিয়ার উদ্দিন, স্থানীয় সাংবাদিক, এনজিও কর্মী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
আলোচনা শেষে সরকারি বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষার্থী হাত ধোয়ার কলা কৌশল প্রদর্শণ করেন।