মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবিলা বিষয়ক মহড়া এবং আলোচনা সভা।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবিলার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালীন জরুরি প্রতিক্রিয়া ও অগ্নিনির্বাপনের কৌশল প্রদর্শন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম, মোরেলগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম খসরু, উপজেলা প্রেসকাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিব সজল যীশু ঢালী, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি ইমদাদ ইলাহী চৌধুরী, টিম টিম প্রধান মো. মোস্তাফিজুর রহমান কাজী, মিনহাজ ফকির প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগকালীন ক্ষতি কমাতে জনসচেতনতা ও পূর্ব প্রস্তুতির বিকল্প নেই। সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ সবাই মিলে কাজ করলে দুর্যোগের ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত ব্যবহারিক মহড়া প্রদর্শনীতে অংশ গ্রহণকারীরা অগ্নিনির্বাপন সরঞ্জামের ব্যবহারিক দিক ও জরুরি উদ্ধার কার্যক্রমের কৌশল উপস্থিত দর্শকদের প্রশিক্ষণ দেন। পুরো আয়োজনটি বাস্তবায়ন করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সঞ্চালনা করেন শুভংকর মন্ডল।