মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে কৃষকের বসত ঘর ভস্মীভূত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খাড়ইখালী গ্রামে রাতের আধারে দুর্বৃত্তদের আগুনে এক কৃষকের বসত ঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ক্ষতি হয়েছে প্রায় দশ লাখ টাকার।

জানাগেছে, উপজেলার খাড়ইখালী গ্রামের কৃষক মোহাম্মাদ মোশারফ হোসেন শিকদার এর বসত ঘরে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। আগুনে মোশারেফ শিকদারের বসত ঘড় পুড়ে ছাই হয়েগেছে। মোশারেফ শিকদার বলেন, রাতের আধারে কে বা কারা আগুন দিয়েছে তা আমি দেখিনি। আগুন লাগার সাথে সাথে আমি ঘর থেকে বের হয়েযাই। তবে তিনি আরো বলেন রাজনৈতীক পট পরিবর্তনের পরে আমার ঘর পুড়িয়ে দেয়ার জন্য আমার প্রতিপক্ষ গ্রæপ ইতিপূর্বে আমাকে হুমকি দিয়েছে। আমার ঘরে নগদ ২০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ, ১ টি টিভি, ১ টি ফ্রিজ, কাঠের আলমিরা, কাঠের পালঙ্ক, একটি পানির পাম্প ও বাইরে থাকা ৩ হাজার লিটারের একটি পানির ট্যাংকি পুড়ে গেছে। আগুন লাগার সময় তিনি একা ঘরে ছিলেন।

স্থানীয় লোকজনের দাবি কোন দাহ্য পদার্থ ঘরের চারি পাশে ছিটিয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুন লাগার আধাঘন্টার মধ্যে ঘরটি চতুর দিক থেকে পুড়ে ছাই হয়েগেছে। পানি নিয়ে আমরা ঘরের পাশে আসতে পারিনি আগুনের তাপে। শনিবার সকালে পাঁচগাও পুলিশ ক্যাম্পের আইসি মো. নাসির ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।