বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে সংসদীয় আসন ও সীমানা পুনরবহালের দাবিতে আগামীকাল মঙ্গল ও বুধবারের অর্ধ দিবস হরতাল জনস্বার্থে প্রত্যাহার করে নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সোমবার বিকেলে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে সর্বদলীয় সম্মিলিতকমিটির আহবায়ক এম এ সালাম এ ঘোষণা দেন।
তিনি বলেন আগত দুর্গাপুজা উপলে সনাতন ধর্মালম্বীদের অনুরোধের প্রেেিত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিকেল ৩ টার দিকে সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ এক জরুরী বৈঠকে মিলিত হন। এরপর সভায় সর্বসম্মতি ক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মঙ্গল ও বুধবার অর্ধদিবস হরতাল প্রত্যাহার হলেও জেলা ও উপজেলার নির্বাচন কমিশনার অফিসে সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ সময় উপস্থিত ছিলেন সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শেখ মো. ইউনুস আলী, মাওলানা রেজাউল করিম, মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ সর্বদলীয় সম্মিলিতকমিটির নেতৃবৃন্দ।
