মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় হেলভেটাসের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা র্ডপ ইভল্ভ প্রকল্পের আয়োজনে প্রকল্প সমাপ্তি ও কার্যক্রম টেকসইকরনে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ’র সভাপতিত্বে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আকোপাত করেন প্রকল্পের ফিল্ড ফেসিলেটেটর চুমকি রায়। উপস্তিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। প্রকল্প সম্পর্কে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রনজিৎ কুমার, প্রাণি সম্পদ অফিসার ডা. মো. আবু হানিফ, যুব উন্নয়ন অফিসার একেএম ইকতিয়ার উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী শুভংকর মন্ডল, সিএসও প্রতিনিধি সুফিয়া বেগম, মো. খলিলুর রহমান, সুমন জোমাদ্দার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ।