বাগেরহাট-৪ আসন বাতিলের প্রতিবাদে মোরেলগঞ্জে চলছে অবরোধ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট-৪ সংসদীয় আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং আসনটি  পূণ বহালের দাবিতে মোরেলগঞ্জে আজ রবোবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে অবরোধ কর্মসূচি চলছে।

অবরোধ কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, বাগেরহাট-৪ আসন বাতিলের সিদ্ধান্ত জনবিচ্ছিন্ন ও অগণতান্ত্রিক। আসনটি বহাল না রাখা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আন্দোলনে নেতৃত্ব দেন বাগেরহাট-৪ আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ আব্দুল আলিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জামায়াতের পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইন, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব অধ্য জাহাঙ্গীর আল আজাদ, যুবদল নেতা মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সাবেক আহŸায়ক আবু সালেহ এবং বারইখালী ইউনিয়ন  জামায়াত ইসলামী আমির মুহিবুল্লাহ রফিক, জামায়াত ইসলামী পৌর নেতা মোঃ ইব্রাহিম হোসেন হাওলাদারসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিক খানজাহান আলী বিজড়িত ও সুন্দরবন সংলগ্ন “বাগেরহাট-৪ আসন আমাদের অস্তিত্বের প্রতীক। এটিকে মুছে ফেলা মানে আমাদের কণ্ঠরোধ করা। যতণ না পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি মেনে নেয়া না হবে ততণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
অবরোধে মোরেলগঞ্জের সাথে সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েপড়েছে। অবরোধের কারনে সকল রুটের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। শরণখোলা উপজেলার পাঁচরাস্তা বাসষ্টান্ড, মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসষ্টান্ড ও ছোলমবাড়িয়া বাস ষ্টান্ড থেকে সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে ঢাকা ও চট্রগ্রামগামী যাত্রী পরিবহন গাড়ী চলালচ বন্ধ রয়েছে। সাইনবোর্ড নামক স্থানে অবরোধের কারনে বাহির থেকে আসা দুরপাল্লার গাড়িও ঢুকতে পারছেনা মোরেলগঞ্জে ও শরণখোলা উপজেলায়।