মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৯ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্যাপন করা হয়েছে।
মৎস্য সপ্তাহ উপলে সকাল দশ টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রনজিত কুমার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার একেএম ইখতিয়ার উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেক, মেরিন অফিসার(মৎস্য) মো. আব্দুল্লাহ আল মোদাচ্ছের, কোষ্ট গার্ড অফিসার মো. রুবেল, জামায়াতে ইসলাম উপজেলা আমির মো. সাহাদাৎ হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি।
আলোচকরা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ সম্প্রসারণ, নিরাপদ উৎপাদন ও সংরণের মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সভাশেষে উপজেলা পরিষদ পুকুরে মৎস্যজিবীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।