মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে চলছে ভোট গ্রহন

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্ব শেষে হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন।

টানা ১৮ বছর পরে অনুষ্ঠিত এই সম্মেলন দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবে পরিণত হয়েছে।

মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে ভোটার ছাড়াও শত শত নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির (আলাপ) এবং জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু।

সম্মেলনের দ্বিতীয়ার্ধে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দু’জন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হবে। ১৬টি ইউনিয়ন থেকে মোট ১ হাজার ১৩৬ জন ভোটার ভোট দেওয়ার কথা রয়েছে।বিকেল ৩টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।