মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্যাসী বাজারে ১০০পিচ ইয়াবাসহ মামুন শিকদার (২৫) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে সন্যাসী ফাড়ি পুলিশ।
শুক্রবার (১৫আগষ্ট) রাত নয়টার দিকে উপজেলার সন্ন্যাসী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার প্যান্টের পকেটে থাকা একশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সন্ন্যাসী পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ তমেজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মামুন শিকদার জেলার শরনখোলা উপজেলার জানের পাড় গ্রামের ছোহরাব শিকদারের ছেলে।
সন্ন্যাসী পুলিশ ফাড়ির এএসআই সাজেদুল ইসলাম জানান, মাদকের একটি বড় চালান নিয়ে মামুন শিকদার হাত বদলের জন্য সন্ন্যাসী বাজারের শিকদার মোবাইল সার্ভিসিং সেন্টারে অবস্থান করছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মামুনকে আটক করে তার দেহ তল্লাশী করে একশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
সন্ন্যাসী পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ তমেজ উদ্দিন জানান, ইয়াবাসহ আটক মামুনকে থানায় হস্থান্তরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।