মোরেলগঞ্জে জুলাই যোদ্ধা শহীদ মাহফুজের স্বরণে শ্রদ্ধা

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলনের দাবি আদায়ে ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল সময়ে শহীদ হওয়া ১০ম শ্রেণির ছাত্র মাহফুজকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হরতকীতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তার কবর জিয়ারত করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধারা।

এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

২০২৪ সালের ১৯ জুলাই, রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান মাহফুজুর রহমান। তিনি ঢাকার মিরপুরের আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।

ওই দিন, শুক্রবার জুমার নামাজের আগে গোসল করে, নতুন পাঞ্জাবি পরে, আতর মেখে মায়ের কাছে জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান মাহফুজ। কিন্তু এরপর তিনি আর কখনো ফিরে আসেননি।

সন্ধ্যায় এক আত্মীয়ের ফোনে পরিবার জানতে পারে, মিরপুর গোলচত্বরে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে। বহু খোঁজাখুঁজির পর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ফ্রিজে রাখা মরদেহের ভেতর শনাক্ত করা হয় মাহফুজের নিথর দেহ।

পরদিন গভীর রাতে গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে গেলে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বাধার মুখে পড়ে তার পরিবার। শেষ পর্যন্ত গোপনে পারিবারিক কবরস্থানে মাহফুজকে দাফন করা হয়।