মোরেলগঞ্জে ইভল্ভ এর উদ্যেগে কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা র্ডপ উভল্ভ এর উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৯ টায় স্থানীয় তুবা কমিউনিটি সেন্টারে সিএসও এবং সিএসও নেটওয়ার্ক এর কার্যক্রম টেকসইকরণে অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইভল্ভ প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার। কর্মশালায় সার্বিক সহযোতিগা করেন ইভল্ভ ফিল্ড ফেসিলেটেটর চুমকি রায়।

কর্মশালা শেষে সিএসও নেটওয়ার্ক কমিটি গঠনে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শিউলি আক্তার, সহ-সভাপতি পদেসাগর ঢালী, সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্ব›িদ্বতায় ফজলুল হক খোকন, সহ-সাধারণ সম্পাদক সুফিয়া বেগম, প্রচার সম্পাদক শৈব্য ডাকুয়া, অর্থ সম্পাদক মোর্শেদ আব্দুল্লাহ, কার্য নির্বাহী সদস্য হোসনে আরা হাসি, সাগর সিকদার,ও হালিমা বেগম নির্বাচিত হয়েছেন।