মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাত ভেঙে দিয়েছে ভাই

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রন্ত বিরোধের জের ধরে আব্দুর রাজ্জাক (৪৬) নামে এক ব্যক্তির হাত ভেঙে দিয়েছে প্রতিপরে লোকেরা। গুরুতর আহত অবস্থায় আব্দুর রাজ্জাককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তী করা হয়েছে।

রাজ্জাক উপজেলার খাউলিয়া ইউনিয়নের খাউলিয়া গ্রামের আব্দুল মজিদ শিকদারের ছেলে। এ ঘটনায় আব্দুর রাজ্জাকের স্ত্রী লাবনী আক্তার ও চাচা কবির শিকদার আহত হয়।

বৃহস্পতিবার বিকেলে আহতের স্ত্রী লাবনী আক্তার তার নীজ বাড়িতে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের কাছে এ অভিযোগ করেন।

আহত লাবনী আক্তারের অভিযোগ, প্রতিবেশী চাচা শশুর মুসলেম উদ্দিনের ছেলে মহিউদ্দিন ফাহাদ (৩৫) ও আলাউদ্দিন আহাদের (৩২) সাথে চাচাতো ভাই আব্দুল মজিদ শিকদারের ছেলে আব্দুর রাজ্জাকের (৪৬) বসতবাড়ীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরধরে বৃহস্পতিবারসকাল নয়টার দিকে ফাহাদ ও আহাদের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৫/৬ জন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে দা এবং লোহার রড দিয়ে আমাদের বাড়ির সীমানার ঘেরা-বেড়া ভাঙ্গা শুরুকরে এতে আমার স্বামী আব্দুর রাজ্জাক বাধা দিলে তাকে ঘরের মধ্যে ঢুকে টেনে-হেচড়ে উঠনে নামিয়ে এলোপাথাড়ি মারপিটে করে। মারপিটে আমার স্বামীর বাম হাত ভেঙ্গে যায় এবং গুরতর আহত হয়।

লাবনী আক্তার জানান, হামলাকারীরা এতেও ান্ত হয়নি তারা আমার ঘরে ঢুকে পরিহিত কাপড়-চোপড় টেনে-হিচরে আমার শ্লীলতাহানী ঘটায়। এ সময় আমাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় আমার স্বামী আব্দুর রাজ্জাককে উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সন্নাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. তালেবউল্লাহ শিকদার জানিয়েছেন, আহত রাজ্জাকের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।