মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দ্যা ইউ কে এইড ফরেইন, কমনওয়েলথ ও ডেভোলাপমেন্ট অফিস (এফসিডিও) এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ-এর নেতৃত্বে ৮ টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন নেচার বেইসড এডাপটেশন টুয়ার্ডস প্রস্পেরাস এন্ড এডাপ্ট লাইভস এন্ড লাইভ্লিহুড (নবপল্লব) শীর্ষক প্রকল্পের স্থানীয় জনগোষ্ঠির অংশগ্রহনে প্রণীত জলবায়ু অভিযোজন পরিকল্পনা (এলএলএপি) এর উপজেলা অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ উপজেলা সিনিয়র প্রজেক্ট অফিসার নাজমুল হক রেজোয়ান। প্রকল্প সম্পর্কে অলোচনা করেন রিজিওনাল ম্যানেজার সিএসএলপি লুৎফা পারভীন, রিজিওনাল ম্যানেজার সিআইএন্ডআরই জহিরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. অরিফুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডা: রেজাউল করিম, বহরবুনিয়া ইউপি সচিব মো. ফারুক হোসেন, কৃষক মো. জাহিদুল ইসলাম, উপজেলা প্রেসকাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমূখ।