মেরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদে ইভল্ভ, র্ডপ এর উদ্যোগে পরিবেশ দূষণ রোধে সচেতনা বৃদ্ধি, অলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় প্রকৃতিকে ভালবাসি প্লাষ্টিককে“না” বলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিএসও’দের নের্তৃত্বে ইউনিয়ন ব্যপি প্রচারনা পরিবেশ দূষশ রোধে সচেতনা বৃদ্ধি উপলক্ষে মো. তোতা মিয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সচিব মো. সালাউদ্দিন আহম্মেদ, মহিলা ইউপি সদস্য জোসনা বেগম, সিএসও প্রতিনিধি মো. আবুল হোসেন, লিপি আক্তার, মোর্শেদা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্লাষ্টিক ও পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। আমাদের বাড়ির আশে পাশে গাছ রোপন করতে হবে, পরিবেশ বাচাতে হবে। অনুষ্ঠান শেষে ইভল্ভ এর উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকার ১৫২ জন নারী ও পুরুষ কে আম গাছের চারা বিতরণ করে।
