মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ আসন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও ঈদপূর্ণমিলনী অনুষ্ঠান এবং পথসভায় অংশ গ্রহন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ জুলাই গণআন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
মঙ্গলবার সকালে তিনি মোরেলগঞ্জ উপজেলা সদরে ব্যাপক গণসংযোগ করেন এসময় তার সমর্থনে একটি বিশাল মিছিল মোরেলগঞ্জ পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চাউলাপট্টি জামে মসজিদের সামনে পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এরপর তিনি বিএনপি অফিসে দলীয় নেতা- কর্মীদের সাথে মতবিনিময় শেষে পৌরবাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনি- পেশার মানুষের সাথে স্বাক্ষাৎ করে তাদের সাথে কুশল বিনিময় করেন। এদিন বিকেলে তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে ওই ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন।
এসময় তার সাথে ছিলেন জাতীয়তাবাদী তাতী দল কন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য মনির হোসেন ফরাজী, উপজেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, অধ্যাপক আবদুল আউয়াল, এম এ সেলিম মিয়া, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, যুবদল নেতা শামীম হাসান টিটু, বিএম রেজাউল করিম সোহাগ, ছাত্রদল নেতা আবু সালেহ, বিএম. শাওন, বিএম সজলসহ ছাতদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখক নেতা- কর্মী।
এছাড়াও গত শুক্রবার(৬ জুন) থেকে মঙ্গলবার (১০জুন) প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর, দৈভজ্ঞহাটী, মোরেলগঞ্জ উপজেলা সদর, হোগলাবুনিয়া, খাউলিয়া, পঞ্চকরণ, তেলিগাতী, পুটিখালী ও বলইবুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন এবং এসব ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদপূনর্মিলনী অনুষ্ঠান সমুহে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করে করেন।
এছাড়া তিনি শরণখোলা উপজেলার শিংবাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি বৃহত ধর্মীয় অনুষ্টানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করে তাদের সাথে মতবিনিময় করেন। এবং ঈদুল আজহার দিন ঈদের জামায়াত শেষে তার নিজ বসতবাড়িতে দলীয় নেতা- কর্মী ও সাধারণ জনগনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ডিনারের আয়োজন করেন। এছাড়াও তিনি খাউলিয়া ইউনিয়নে দুটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন ও উপভোগ করেন।