মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে একদল চোর রাতের আধারে এক কৃষকের বেগুনি প্রজাতির আলু ও আলুর লতা চুরি করে নিয়েগেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জিউধরা ইউনিয়নের সোমাদ্দার খালী গ্রামে।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুস সালাম মুন্সী জানান, বাংলাদেশের নবপল্লব প্রকল্পের অধীনে তিনি ৩০ শতক জমিতে মিষ্টি আলু চাষ করার জন্য সহযোগীতা পেয়েছিলেন। সহযোগীতা পেয়ে তিনি মিষ্টি আলু চাষ করেন। তিনি ধান কাটার কাজে এলাকার বাইরে থাকার সুযোগে সম্প্রতি একদল চোর রাতের আধারে তার ক্ষেতথেকে আলু ও আলু গাছের লতা তুলেনিয়ে যায়। এর মধ্যে বারি-১৪ এবং বেগুনি আলু ছিল। তিনি আরো জানান, তার এ জমিতে প্রায় ১২ মন আলু হত। চোরেরা সব আলুগুল নিয়েগেছে।
এই চুরির খবর পেয়ে নবপল্লব প্রকল্পের জিউধরা ইউনিয়নের কমিউনিটি সুপার ভাইজার মামুনুর রশীদ ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। সুপার ভাইজার মামুনুর রশীদ জানান, কয়েকদি পূর্বে একই ইউনিয়নের লক্ষীখালী গ্রামের কৃষক দেবাশীষ মন্ডলের ক্ষেত থেকে বেগুনি আলু তুল্লে সেখানে গ্রামের অনেক উৎসুখ কৃষক বেগুনি আলু দেখতে আসেন এবং তারা বেগুনি আলু চাষ করার আগ্রহ প্রকাশ করেন। এসময় কৃষক দেবাশীষের ক্ষেত থেকে চাষ করার জন্য অনেক কৃষক বেগুনি আলুর লতা নিয়ে যান।