মোরেলগঞ্জে মাছের ঘের থেকে ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে হাসান শেখ (২০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের তেতুবাড়িয়া বাজার সংলগ্ন  তাফালবাড়ি গ্রামের একটি মাছের ঘেরে লাশটি  ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব আল রশিদ জানান, উদ্ধারকৃত মরদেহটি পার্শবর্তী মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের আবুল হাসেম শেখের ছেলে মো.  হাসান শেখের। সে একজন ভ্যান শ্রমিক।  মরদেহের মুখমন্ডলো কসটেপ প্যাঁচানো রয়েছে।

ভ্যান শ্রমিক হাসান শেখকে পরিকল্পতভাবে  হত্যা করে তার মরদেহ ফেলা দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে   ধারনা করছে পুলিশ।