মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নেতা মো. সেলিম মিয়ার বিরুদ্ধে মিথ্য, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছ।
বৃহস্পিতবার দুপুরের দিকে উপজলার খাউলিয়া ইউনিয়ন বিএনপির ব্যানারে সন্যাসী বাজারের পানগুছি কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়নের ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদকসহ শতশত নেতা-কর্মীর উপস্থিতিতে লিখিত বক্তৃতা পাঠ করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. সেলিম মিয়া।
লিখিত বক্তবে জনপ্রিয় বিএনপি এই নেতা মো. সেলিম মিয়া বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠিত হলে ৮ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্র পেয়ে আমি বিএনপিতে যোগদান করি। সেই থেকে দলীয় কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি ও উপজেলা সহসভাপতির পদে দায়িত্ব পালন করে খাউলিয়া ইউনিয়ন বিএনপিকে একটি শক্তিশালী ঘাটিতে পরিনত করেছি।
পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে এলাকা ছেড়ে আত্মরক্ষার চেষ্টা করি। একসময় তার এলাকার দলীয় নতা-কর্মীদের ওপর অত্যাচার- নির্যাতনের মাত্রা বাড়তে থাকলে তিনি নিজের জীবন বাজি রেখে এলাকায় ফিরে কখনো গোপনে কখোনা প্রকাশ্যে মজলুম নেতা- কর্মী ও সাধারণ জনতার পাশে থেকে আগলে রাখার চেষ্টা করেন । দলকে সুসংগঠিত রাখার সাথে সাথে তিনি ব্যক্তিগত অর্থায়নে এলাকায় মসজিদ- মাদ্রাসা, রাস্তা-ঘাট, পোল- কালবার্ট নির্মাণসহ এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা, দরিদ্র শিক্ষার্থীদের লেখা-পড়ার ব্যয়ভার বহন এবং গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করে দেয়াসহ নানা সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন। এ ছাড়াও তিনি তার ইউনিয়নের প্রধান দুটি বাজার সন্যাসী ও আমতলী বাজারের ইজারা নিজ অর্থে জনসাধারণের জন্য উম্মুক্ত করে দেয়াসহ নানা জনকল্যানমূলক কার্যক্রম পরিচালনা করে তার দল বিএনপিকে জনপ্রিয়তার তুঙ্গে পৌছে দেয়ার চেষ্টা করেন। কিন্তু বর্তমান সময় স্থানীয় বিএনপির একটি বিপদগামী মহল তার জনপ্রিয়তায় ভীত হয়ে একটি বিশেষ শ্রেনীর ইন্দনে তাকে সাইড করে বিএনপিকে বিভক্ত করার অপচেষ্টার মিশন নিয়ে মাঠে নেমেছে।
বিএনপি নেতা সেলিম মিয়া আরও বলেন, দীর্ঘ রাজনৈতীক জীবনে তিনি কখোনা ধান্দাবাজী, চান্দাবাজী, দখলবাজীর প্রশ্রয় দেননি। বরং ব্যক্তিগত অর্থায়নে রাজনীতির সাথে সাথে সমাজের কল্যানমূলক কাজ করে তার দল বিএনপিকে জনপ্রিয়তা শীর্ষে পৌছে দিয়েছেন। এমত অবস্থায় কোন সার্থান্বেয়ষী মহল যাতে খাউলিয়া ইউনিয়ন বিএনপিকে পথভ্রষ্ট করতে না পারে সে জন্য তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্শন করেছেন।
বিএনপি নেতা সেলিম মিয়া প্রত্যয় ব্যক্ত করে বলেন, শহীদ জিয়ার আহ্বানে সাড়া দিয়ে বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে দলের আদর্শ অনুসরণ করে রাজনীতি করে আসছি ইনশায়াল্লাহ আমরণ আদর্শ মেনেই দলের কার্যক্রম চালিয়ে যাবো।