মোরেলগঞ্জে শিশু শ্রম নিরসনে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশ এর উদ্যোগে শিশু শ্রম নিরসনে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন মিলীতা সরকার। আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো সাইফুল আলম, প্রেস কাব সাবেক সভাপতি মো. মশিউর রহমান মাসুম, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম, শামিম আহসান মল্লিক, কমিশনার আজিজুর রহমান মিলন প্রমুখ।

আলোচনা সভায় জানানো হয় যে, ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ পৌর সভায় শিশু শ্রম নিরোধে ৫ টি ওয়ার্ডে কাজ করে। ওই সব ওয়ার্ডে  শিশু শ্রমের সংখ্যাও প্রকাশ করেন। সভায় কয়েকজন শিশু শ্রমিকের মায়েরা উপস্থিত ছিলেন। শিশু শ্রমিকের মা মোসাম্মাৎ ডলি বেগম বলেন তার পরিবারে অর্থিক অভাব অনটন থাকায় তার শিশু ছেলেকে কাজে পাঠাতে হয়েছে। শ্যামলী আক্তার বলেন, তার স্বামীর আায় থেকে সংসার চালান অসম্ভাব হয়ে পড়ায় বাবার সাথে কাজে পাঠাতে হয়েছে শিশু ছেলেকে।

শিশু শ্রমিক কাওছার বেপারী বলেন, সে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। পরিবারের আয়ের কোন উৎস নাথাকায় কাঠ মিন্ত্রী’র হেলপার হিসেবে কাজ করছে সংসার পরিচালনা করতে হচ্ছে। শিশু শ্রমিকদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসলে শিশু শ্রম বন্ধ হবে বলে সকলে মতামত প্রদান করেন।